মা-বাবার অভিযোগ : মেয়ে ও জামাই বাড়ি দখল করতে মরিয়া

আগের সংবাদ

প্রতিবেশী কূটনীতির রোল মডেল : প্রধানমন্ত্রীর ভারত সফর

পরের সংবাদ

বগুড়ায় রাকাবের পারফরম্যান্স মূল্যায়ন সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : শহরের জলেশ্বরীতলাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বগুড়া উত্তর জোনাল কার্যালয়ে রাকাব বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের মুনাফা বৃদ্ধিসহ শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাকাব প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক প্রশাসন মহাবিভাগ (চলতি দায়িত্বে) শওকত শহীদুল ইসলাম। রাকাব বগুড়া (দ.) জোনাল ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও বগুড়া (উ.) জোনাল ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলামের পরিচালনায় পারফরম্যান্স মূল্যায়ন সভায় উপস্থিত ছিলেন বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের ৩৬ জন শাখা ব্যবস্থাপক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়