মা-বাবার অভিযোগ : মেয়ে ও জামাই বাড়ি দখল করতে মরিয়া

আগের সংবাদ

প্রতিবেশী কূটনীতির রোল মডেল : প্রধানমন্ত্রীর ভারত সফর

পরের সংবাদ

পানি উন্নয়ন বোর্ড : দেশের সব নদীতে বাড়তে পারে পানি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে দেশের প্রায় সব নদীতে পানি বাড়ার পূর্বাভাস অব্যাহত রয়েছে। তবে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। গতকাল সোমবার এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। অন্যদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া, পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর বাইরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন এটি অব্যাহত থাকবে।
আরিফুজ্জামান ভূঁইয়া আরো বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এ সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।
অন্যদিকে, গতকাল রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১২৭ মিলিমিটার। তবে আজ ও আগামীকাল বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়