মা-বাবার অভিযোগ : মেয়ে ও জামাই বাড়ি দখল করতে মরিয়া

আগের সংবাদ

প্রতিবেশী কূটনীতির রোল মডেল : প্রধানমন্ত্রীর ভারত সফর

পরের সংবাদ

গাজায় পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : গাজায় পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের মধ্যে দুই জনের বিরুদ্ধে ইসরাইলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। প্রায় ৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর হলো অবরুদ্ধ অঞ্চলটিতে। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়, মৃত্যুদণ্ডের বিষয়টি হামাস নিজেই ঘোষণা দিয়ে জানিয়েছে। যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংগঠনটি। ইউরোপ ও আমেরিকায় নিষিদ্ধ হামাস। তারা ইরানপন্থি সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মৃত্যুদণ্ড প্রসঙ্গে সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ভোরে ওই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়। এরমধ্যে তিন জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল এবং দুই জন ইসরাইলকে সহযোগিতা করেছিল।
হামাস দাবি করেছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সব ধরণের অধিকার দেয়া হয়েছিল। ইসরাইলকে সহযোগিতার অভিযোগে হামাস সম্প্রতি বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
এর আগে সংগঠনটি সর্বশেষ ২০১৭ সালে কারও মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। সে হিসেবে রবিবার প্রায় ৫ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর করল। ইরানপন্থি সংগঠনটি নিজেও ইরানের মতো প্রকাশ্যে ফাঁসি দিতে পছন্দ করে।
ফিলিস্তিনের দুই অংশের একাংশ গাজা রয়েছে হামাসের অধীনে। অপরদিকে পশ্চিম তীর রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে। সেখানকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে কোনো মৃত্যুদণ্ড দেয়া হয়নি। মাহমুদ আব্বাস নিজেও জাতিসংঘের মৃত্যুদণ্ডবিরোধী চুক্তিতে স্বাক্ষর করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়