ঢাকা কলেজ : ক্যান্টিনে খাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আগের সংবাদ

ভাঙা সড়কে খোঁড়াখুঁড়ির মচ্ছব : সড়ক খনন নীতিমালা উপেক্ষিত > তিন মাসের কাজ বছরজুড়ে > সেবা সংস্থার কাজে সমন্বয় নেই

পরের সংবাদ

রাণীশংকৈল : বাড়তি টোল আদায়, জরিমানা দিয়েই রেহাই ইজারাদারের

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সর্ববৃহৎ নেকমরদ পশুর হাটে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে অতিরিক্ত টোল আদায় করে আসছেন আব্দুল কাদের।
গতকাল রবিবার অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দায়সারাভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।
জানা যায়, সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে ৪০০ এবং ছাগল ৯০ টাকার পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন ইজারাদার। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রভাবশালী ওই ইজারাদারকে জরিমানা করেন।
এ প্রসঙ্গে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রতি হাটে আমরা অতিরিক্ত টোল দিয়ে আসছি। কিন্তু প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে।
মাঝে মধ্যে হাটে এসিল্যান্ড এসে নামমাত্র জরিমানা করছেন। তিনি চলে যাওয়ার পরেও অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকে।
এ ব্যাপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, হাটে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়