ঢাকা কলেজ : ক্যান্টিনে খাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আগের সংবাদ

ভাঙা সড়কে খোঁড়াখুঁড়ির মচ্ছব : সড়ক খনন নীতিমালা উপেক্ষিত > তিন মাসের কাজ বছরজুড়ে > সেবা সংস্থার কাজে সমন্বয় নেই

পরের সংবাদ

মুজিবুল হক চুন্নু : জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের দল নিয়ে আর কেউ খেলতে পারবে না। আমাদের বর্তমান চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জাপার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। দলের নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নসাৎ করে দেবে। গতকাল রবিবার বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে জাপা মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন কারো জন্যই সহজ হবে না। যেন তেন নির্বাচন করে কেউ আর পার পাবে না। আমরা ৩০০ আসনে নির্বাচন করতেই প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, ত্রিমুখী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে। আ.লীগ-বিএনপি ক্ষমতার দ্ব›েদ্ব সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। এ সুযোগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের দাওয়াত পৌঁছে দেবে। আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে উল্লেখ করে তিনি বলেন, যারা পরাজিত হবে, তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়