ঢাকা কলেজ : ক্যান্টিনে খাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আগের সংবাদ

ভাঙা সড়কে খোঁড়াখুঁড়ির মচ্ছব : সড়ক খনন নীতিমালা উপেক্ষিত > তিন মাসের কাজ বছরজুড়ে > সেবা সংস্থার কাজে সমন্বয় নেই

পরের সংবাদ

ভাসানচর থেকে সাঁতরে স›দ্বীপে ৪ রোহিঙ্গা

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের স›দ্বীপে ভাসানচর থেকে পালিয়ে আসা আরো চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার উপজেলার মুছাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চার রোহিঙ্গা নাগরিক হলেন- মো. রফিক (২০), আজিম উল্ল্যাহ (১৯), মো. আজিজ (১৯) এবং মো. জোবায়ের (১৯)।
স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, চার যুবককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা রোহিঙ্গা। এরপর তাদের আটকে রেখে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
সন্দীপ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন রোহিঙ্গাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। আটক রোহিঙ্গারা জানিয়েছে তারা কক্সবাজার ক্যাম্পে পালানোর উদ্দেশে ভাটার সময় সাঁতার কেটে সন্দীপ এসেছে। তাদের কোস্টগার্ডের মাধ্যমে আবারো ভাসানচর পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

এর আগে গত শুক্রবার ভাসানচর থেকে পালিয়ে আসা আরো চারজনকে আটক করা হয়। তাদের আবার ভাসানচরে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়