ঢাকা কলেজ : ক্যান্টিনে খাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আগের সংবাদ

ভাঙা সড়কে খোঁড়াখুঁড়ির মচ্ছব : সড়ক খনন নীতিমালা উপেক্ষিত > তিন মাসের কাজ বছরজুড়ে > সেবা সংস্থার কাজে সমন্বয় নেই

পরের সংবাদ

ডিএমপি কমিশনার : সহিংস রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাড়তি চাপ নেই

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক সহিংস রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাড়তি কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
গতকাল রবিবার বিকালে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ চূড়ান্ত খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, ‘আমাদের বাড়তি কোনো চাপ নেই। সেরকম চাপ থাকলে আপনারাও নমুনা দেখতে পারতেন। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা কাজ করি। আমরা একই দেশের নাগরিক, এই দেশটি আমাদের, আমরা কেউ কারো শত্রæ নই। পরস্পর সহযোগিতায় যেন এই নগরীকে আমরা শান্তিপূর্ণ রাখতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘যেকোনো রাজনৈতিক কর্মসূচিই শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের দেয়া প্রেসক্রিপশনের ভেতরে থাকেন, তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না। সংঘাত সৃষ্টি হলে পুলিশের যে দায়িত্ব সেটি পালন করা হবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপি এবার আইজিপি কাপে জয়ী হয়েছে। দুই পয়েন্টের জন্য রানার্স আপ হয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ তৈরি করা। পাশাপাশি জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিতে খেলোয়ার তৈরি করা।’
তিনি আরো বলেন, ‘কাবাডি অনুশীলন করার ক্ষেত্রে খেলোয়ারদের খাবারের একটা বিষয় থাকে। তাদের জন্য আলাদা প্রশিক্ষকসহ ফিটনেসের জন্য জিমনেসিয়ামেরও প্রয়োজন হয়। কিন্তু আমাদের কোন স্থায়ী স্পন্সর নেই। তবে আমরা যদি তা যোগাড় করতে পারি, আশা করছি আর্থিক সমস্যাসহ খেলোয়ারদের পুষ্টিজনিত সমস্যাও আমরা দূর করতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়