ঢাকা কলেজ : ক্যান্টিনে খাওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আগের সংবাদ

ভাঙা সড়কে খোঁড়াখুঁড়ির মচ্ছব : সড়ক খনন নীতিমালা উপেক্ষিত > তিন মাসের কাজ বছরজুড়ে > সেবা সংস্থার কাজে সমন্বয় নেই

পরের সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাছাই পর্বে ১৫ সদস্যের টাইগ্রেস দল ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে আন্তর্জাতিক নারী টি- টোয়েন্টি বিশ্বকপের বাছাইপর্ব। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিগার সুলতানা জৌতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে। বাছাইপর্ব খেলতে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছে বোর্ড। ১৫ সদস্যের দলে নেই তেমন কোনো পরিবর্তন। নিয়মিত সব খেলোয়াড়ই আছেন। দেখা যায়নি কোনো নতুন মুখ। মোট ৮টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও রয়েছে শক্তিশালী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়ে।
বাছাইপর্ব খেলার আগে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা দল আবুধাবিতে একটি প্রি-ইভেন্ট কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিবে যার সমাপ্তি হবে ১৩ সেপ্টেম্বরে। এরপরেই বিশ্বকাপে জায়গা নেয়ার লড়াইয়ে মাঠে নামবে টাইগ্রিসরা। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নিগাররা। এরপরে ১৯ সেপ্টেম্বর আরো একটি ম্যাচ খেলবে তারা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। নিজেদের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি। প্রতিটি খেলাই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ২৩ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। সেখান থেকে ফাইনালিস্ট দুটি দলই খেলবে চূড়ান্ত পর্বে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত নারীদের চারটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করেছে। সেখানে ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ১০ বছর পর বড় কোন টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। ২০২৪ এর সেপ্টেম্বর-অক্টোবরে ১০টি দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট। ২০১৪ সালের পর আবারো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। নারীদের ওয়ানডে কিশ্বকাপ ২০২৫ এর আয়োজন করবে ভারত।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়