এশিয়া কাপ : হংকংকে লজ্জায় ডুবিয়ে সুপার ফোরে পাকিস্তান

আগের সংবাদ

বন্ধুত্ব সুসংহত করার প্রত্যয় : বাংলাদেশে চীনা বলয় ঠেকাতে চায় দিল্লি > পানিসহ সীমান্ত সুরক্ষায় সমাধান চায় ঢাকা

পরের সংবাদ

ওয়ান ব্যাংক পেল আইএসও সার্টিফিকেট

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক লিমিটেড ইউকে-ভিত্তিক সার্টিফিকেশন এজেন্সি ইন্টারটেক থেকে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এবং মর্যাদাপূর্ণ আইএসও ২৭০০১ : ২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে। এটি একটি আন্তর্জাতিক মান, যা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) প্রতিষ্ঠা, বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয়। আইএসও ২৭০০১ : ২০১৩ স্ট্যান্ডার্ড মেনে চলার জন্য ইন্টারটেক ব্যাংকের আইটি অপারেশন, ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইটে অডিট পরিচালনা করেছে।
গত ৩১ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের কাছে ইন্টারটেক বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাসুরেন্স শরিফুল ইসলাম সার্টিফিকেট হস্তান্তর করেন। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা ও সিইও, আইওটা কনসাল্টিং বিডি, ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ্, হেড অব এইচআর এন্ড কোম্পানি সেক্রেটারি জন সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়