এশিয়া কাপ : হংকংকে লজ্জায় ডুবিয়ে সুপার ফোরে পাকিস্তান

আগের সংবাদ

বন্ধুত্ব সুসংহত করার প্রত্যয় : বাংলাদেশে চীনা বলয় ঠেকাতে চায় দিল্লি > পানিসহ সীমান্ত সুরক্ষায় সমাধান চায় ঢাকা

পরের সংবাদ

এসআইবিএল : শাখা মানিলন্ডারিং প্রতিরোধে সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম অধিকতর বাস্তবমুখী ও জোরদার করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ১৭২টি শাখার মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ডিপার্টমেন্ট ও ইউনিটের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও শাখাগুলোর ব্যবস্থাপক। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়