বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ

আগের সংবাদ

দেশীয় জ্বালানি উত্তোলনে গুরুত্ব : অনুসন্ধান ও উত্তোলনে মহাপরিকল্পনা > ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করার উদ্যোগ পেট্রোবাংলার

পরের সংবাদ

নন্দীগ্রামে গভীর নলকূপের তিন ট্রান্সফরমার চুরি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলায় গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গভীর নলকূপটি বন্ধ থাকলে সেচ প্রকল্পের আওতাধীন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর নলকূপের ব্যবস্থাপক বাবলু মিয়া গতকাল শুক্রবার সকালে বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির (পবিস) নন্দীগ্রাম জোনাল অফিসে মৌখিক অভিযোগ করেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম জোনাল অফিসের আওতাধীন উপজেলার ছোট ডেরাহার গ্রাম থেকে ১০ কেভির তিনটি ট্রান্সফরমার চুরি হয়। গতকাল শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লীবিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন। জোনাল অফিসের এজিএম সিদ্দিকুর রহমান বলেন, তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তারপরও আমরা ঘটনা খতিয়ে দেখব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়