ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফ্রি চিকিৎসাসেবা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির স্মরণে সৈয়দপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গত বুধবার দিনব্যাপী সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সেবা দেয়া হয়। মোট ১০টি বুথে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫ চিকিৎসকের একটি দল চিকিৎসাসেবা দেয়। এ ছাড়া রক্তের গ্রুপ নির্ণয় ও সব রোগীকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খাঁন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক।

মহিলা সমাবেশ

মাগুরা প্রতিনিধি : শালিখা জেলা সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বর্তমান সরকারের সাফল্য, অর্জন, উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, থানা অফিসার ইনচার্জ মো. বিশারুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মো. ইলিয়াচুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়