ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

যুবদল নেতা শাওন নিহত : প্রতিবাদে বিএনপির দুইদিনের কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে দেশব্যাপী কালো পতাকা প্রদর্শন এবং গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তীতে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে রিজভী বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা ও পুলিশ গুলি করে অসংখ্য নেতাকর্মীকে আহত করে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাওনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পুলিশ। এ হত্যার প্রতিবাদে ২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং বাদ জুমা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে জেলা ও মহানগরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ৩ সেপ্টেম্বর শনিবার বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে এসব কর্মসূচি পালনের অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়