ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

ফুলপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলপুরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এসব ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায়, প্রয়োজনীয় চিকিৎসক বা জনবল না থাকায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সেখানে কর্মরত কারো কারো প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকাসহ নানা অপরাধের দায়ে বিভিন্ন পরিমাণে তাদের জরিমানা করা হয়েছে।
জানা যায়, সততা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেয়াসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়