ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

নাটোর : টিসিবির পণ্য মেম্বারের জিম্মা থেকে উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : হতদরিদ্রদের জন্য বিতরণকৃত স্বল্প মূল্যের টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল ওহাবের ক্লাব থেকে এই পণ্য উদ্ধার করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সারোয়ার। ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফাইজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নব্যাপী নির্ধারিত স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। এর মধ্যেই স্থানীয় মেম্বার ১০ জনের কার্ডের পণ্য তুলে অন্যত্র সরিয়ে ফেলেন। বিষয়টি জানার পরে তিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সারোয়ারকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জানান, ওহাব মেম্বারের কাছে থাকা টিসিবির পণ্যগুলো ফেরত আনা হয়েছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়