ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

আখাউড়ায় বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বক্তব্য রাখেন- কুমিল্লা সেক্টর কমান্ডার ও উপমহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তর মারুফুল আবেদীন, ৬০ বিজিবির সিইও লে. কর্নেল মো. আশেক হাসান উল্লাহ প্রমুখ।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীনসহ ৬০, ২৫ ও ১০ বিজিবি ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যদের কৃতিত্ব নিয়ে বিস্তর আলোচনা করেন। পরে অতিথিরা কেক কেটে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এর আগে সকালে ক্যাম্পের দরবার হলে বিজিবি সদস্যদের এক বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। এতে ৬০ বিজিবির সিইও লেফটেনেন্ট কর্নেল মো. আশেক হাসান উল্লাহ বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। এছাড়াও দিনটি পালনে ক্রীড়া প্রতিযোগিতাসহ নান কর্মসূচি পালিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়