যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

আগের সংবাদ

সংঘর্ষে চার জেলা রণক্ষেত্র : নারায়ণগঞ্জ মানিকগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : নিহত ১, আহত দুই শতাধিক

পরের সংবাদ

এশিয়া কাপ : জিতলে সুপার ফোরে উঠবে টাইগাররা

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২ , ৬:৪৪ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এশিয়া কাপের ১৫তম আসরে নিজদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কোনো চাপ সৃষ্টি করতে পারেনি টাইগাররা। সহজ জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানরা। আজ এশিয়া কাপ মঞ্চে নিজদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবতে নারাজ টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দুদল। দুদলই এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে প্রথম ম্যাচের ভুল ত্রæটি শুধরে খেলতে চায় সাকিব বাহিনী। এর আগে রশিদ-নবীদের অনেকটা ছোট লক্ষ্যমাত্রা ছুড়ে দিলেও ম্যাচের পুরোটা সময় লাগাম ছিল সাকিব-মুশফিকদের হাতেই। তবে শেষ দিকের দুই ওভারে নিশ্চিত হয়ে যায় টাইগারদের হার। এমন হারের পর অবশ্য বোলারদের দুষছেন না অধিনায়ক সাকিব। তবে ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানোটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। তাই পেছনে না তাকিয়ে সামনে ভালো খেলতে চান টাইগার দলপতি । এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে টিম হোটেলে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সাহস জোগান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে। পরিসংখ্যান বলছে তাতে জয়ের পাল্লা লঙ্কানদেরই ভারী। তারা জিতেছে ৮টি আর বাংলাদেশ ৪টিতে। সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হেরেছে ৫ উইকেটে। তাছাড়া এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ খেলতে নামলেই অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে স্পর্শ করবেন সাকিব। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত ২২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাকিব। আজ লঙ্কানদের বিপক্ষে টস করতে নামলেই মুশফিকের পাশে বসবেন সাকিব। শুধুমাত্র ম্যাচ হিসেবেই নয়, জয়ের দিক দিয়েও মুশফিককে স্পর্শ করার সুযোগ থাকছে সাকিবের। আজ জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পাবেন সাকিব। অধিনায়ক হিসেবে মুশফিকও ৮টি টি-টোয়েন্টি জিতেছিলেন।
এছাড়া আফগানদের বিপক্ষে খেলার আগে উইকেটের চরিত্র বুঝতে শারজায় গিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তারা কতটুকু উইকেটের আচরন কতটুকু বুঝেছেন তা কেউ জানে না। তবে নবির কথায় বোঝা গেছে এটা নতুন উইকেট। এই পিচে কেউ খেলেনি। তাই আগে বোলিং করে ভালো হয়েছে। বুঝতে পেরেছি, পিচ কেমন আচরণ করছে। তাছাড়া সাকিব কেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট অনুমান করাই যায়। টি-টোয়েন্টির আফগানিস্তান সম্পর্কে বর্তমানে যে ধারণা তা, রান তাড়া করার চেয়ে তারা ডিফেন্ড করায় বেশি ভালো। একটা বড় স্কোর করে আফগানিস্তানকে চাপে ফেলার পরিকল্পনা ছিল সাকিবের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়