যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

আগের সংবাদ

সংঘর্ষে চার জেলা রণক্ষেত্র : নারায়ণগঞ্জ মানিকগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : নিহত ১, আহত দুই শতাধিক

পরের সংবাদ

ইস্পাতের বৈশ্বিক উৎপাদন কমেছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জুলাইয়ে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো উৎপাদন কমল। এছাড়া বছরের প্রথম সাত মাসের উৎপাদনেও দেখা গিয়েছে নি¤œমুখিতা। ফলে বিশ্বজুড়ে শিল্পোৎপাদন ও অবকাঠামো খাত বিপাকে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের প্রধান অর্থনীতিগুলো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াচ্ছে। মুদ্রা সংকোচন নীতির কারণে অর্থনীতিগুলো ক্রমেই মন্দার দিকে ধাবিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প ধাতুটির উৎপাদনে। প্রতি মাসেই অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। শীর্ষ ৬৪ দেশের উৎপাদনের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। বৈশ্বিক উৎপাদনের ৮৫ শতাংশই আসে এসব দেশ থেকে।

ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৩ লাখ টনে। বছরের প্রথম সাত মাসে উৎপাদন হয়েছে ১১০ কোটি ২৩ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ কম।
বিশ্বের শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদক দেশ চীন। বৈশ্বিক উৎপাদনের প্রায় অর্ধেকই আসে দেশটি থেকে। কিন্তু করোনা মহামারির নতুন ধাক্কা, প্রপ্রার্টি খাতে বিপর্যয়, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাসহ নানা কারণে লম্বা সময় ধরেই খাদের কিনারে দেশটির ইস্পাত উৎপাদন খাত। প্রতি মাসেই কমছে উৎপাদন। সর্বশেষ জুলাইয়ে দেশটিতে ৮ কোটি ১৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। এছাড়া চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে ৬০ লাখ ৯৩ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ কম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়