বুয়েটে ছাত্রলীগের ব্যানারে সভা, বিক্ষোভ শিক্ষার্থীদের

আগের সংবাদ

উত্তরায় গার্ডার চাপায় নিহত ৫

পরের সংবাদ

মুজিব তুমি চিরঞ্জীব

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পুব সাগরের ঢেউ দোলা নিয়ে
জেগেছিল যে ‘বঙ্গ’
দুই পাশে ঘন সবুজ বনানী
সুবিশাল জাল রঙ্গ।

অঙ্গকে তুমি পিছনে ফেলেছ
গর্বিত পদভারে,
ডানে দিল সেই ‘সমতট’ তুমি
অতল সাগর পারে।

চন্দ্রদীপ আর হরিকেন ফেলে
রাঢ়া অঞ্চলজুড়ে,
ঝড় জলবানে আবাস গড়েছ
মধ্য বিজয়পুরে।

শত জনপদ মাড়িয়ে এসেছ,
‘বঙ্গ’ বিজয়ী বীর,
বঙ্গাল দেশে এলে অবশেষে
উঁচিয়ে তোমার শির।

তর্জনী তুলে বলেছিলে তুমি
করবো স্বাধীন দেশ
আজ থেকে সব বাঙালির দুঃখ
চিরতরে হবে শেষ।

লাখো জনতার জোয়ারের মাঝে
গেয়েছো মুক্তির গান
বর্গী পাঠান পলায়নপর
বাঁচিয়ে আপন প্রাণ।
শত যুগ ধরে বেঁচে রবে জানি
তোমার বঙ্গদ্বীপ
মুজিবুর তুমি জ¦লবে সদাই
সূর্য চিরঞ্জীব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়