বুয়েটে ছাত্রলীগের ব্যানারে সভা, বিক্ষোভ শিক্ষার্থীদের

আগের সংবাদ

উত্তরায় গার্ডার চাপায় নিহত ৫

পরের সংবাদ

বুকের রক্তে কোটি কোটি মুজিব

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কে জানিতো হায় ফুটবে না ফুল গাইবে না পাখি গান,
উঠবে না রবি পোহাবে না রাত দিনটি হবে কালো ¤øান!
সেদিন ছিলো শ্রাবণের মেঘ বাতাসে কান্নার করুণ সুর
জানেনি তো কেউ স্বজন নিয়ে তুমি চলে গেছো বহুদূর!
বাংলার নদী এঁকেবেঁকে সেদিন বয়েছিলো রক্তের স্রোতে,
শুধু হাহাকার শুনেছিলো জনতা বাতাসে কান পেতে!

নিষ্ঠুর ওরা করেনি কো ক্ষমা সন্তানসম্ভবা জননী,
শিশু রাসেলের আবোধ কান্না ও করুণ আকুতির বাণী!
তোমরা আমায় মারো, বাঁচাও স্বাধীনতা সাত কোটি জনতা,
রাখেনি সে কথা রাক্ষস খাদক নরপিশাচ ও নরহন্তা!
বুলেটে বুলেটে করলো ঝাঁঝরা শ্রেষ্ঠ বাঙালির বুককে,
স্বজন ও পরিবারের রক্ত খেলো চুষে চুষে বিকৃত এক সুখে!

রক্ত গড়িয়ে এলো মানচিত্রে কিছু পেলো লালসবুজ পতাকায়,
হিংস্র শকুনের লোলুপ দৃষ্টিতে সিঁড়ি গড়ানো রক্ত চায়!
প্রাণপাখি ছাড়ার আগে বাংলার স্থপতির মুখে একটি কথা বেরিয়ে আসে,
আমার বাংলা ও বাঙালির কী আছে? কি-ই বা হবে অবশেষে?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়