বুয়েটে ছাত্রলীগের ব্যানারে সভা, বিক্ষোভ শিক্ষার্থীদের

আগের সংবাদ

উত্তরায় গার্ডার চাপায় নিহত ৫

পরের সংবাদ

পিতার জন্য শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গন্তব্য জানা নেই, সম্মুখে অথৈ সমুদ্দুর,
তবু ভাসালাম ভেলা।

তুমি উড়ালে নিশান, তুমি-ই হলে মাস্তুল।
বজ্রকণ্ঠে শুনালে কালজয়ী কবিতার অমৃতবাণী।
চেতনায় হলো অগ্নিযোগ।
বুকে দৃঢ় প্রতিজ্ঞা, স্বপ্নে স্বাধীন লাল-সবুজ।
এক সাগর রক্ত দিয়ে অবশেষে
ফিরে পেলাম স্বাধীন সার্বভৌম।
সবুজ ভূমির নেশায় দিন কাটছিল বেশ,
হঠাৎ মাথাচাড়া দিল হায়েনার দল,
কালো থাবায় ঝরালো রক্ত তোমার।

তুমি হলে শহীদ, পিতা সর্বজনীন।
তোমার সন্তানেরা ভুলেনি তোমায়,
রোজ দেয় শ্রদ্ধাঞ্জলি।
তাইতো পূব দিগন্তে জ্বলে ওঠা সূর্যের নাম তুমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়