বুয়েটে ছাত্রলীগের ব্যানারে সভা, বিক্ষোভ শিক্ষার্থীদের

আগের সংবাদ

উত্তরায় গার্ডার চাপায় নিহত ৫

পরের সংবাদ

আগস্ট এলেই…

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আগস্ট এলেই চোখ ভেসে যায়, চোখ ভিজে যায় জলে
আগস্ট এলেই বুকের ভেতর শূন্যতা ভর করে
আগস্ট এলেই কান্নাগুলো কেমন যেন মিছিল করে চলে।

আগস্ট এলেই আকাশ জুড়ে মেঘ জমে যায়
অঝোর ধারায় বৃষ্টি নেমে সব ধুয়ে দেয়
পিতৃহত্যার কলঙ্ক-দাগ
যায় যে তবু রয়ে।

আগস্ট এলে ভাবনাগুলো আলগা হয়ে এলোমেলো
এদিক ওদিক ছোটে

বুকের রক্ত জমাট বেঁধে আঁকড়ে ধরে মাটি
আগস্ট এলেই ওই তো শুনি বজ্রকণ্ঠ ধ্বনি।

আগস্ট এলে চোখ ভিজে যায় মন ছুঁয়ে যায়
একটি অমর নাম
না থেকেও তীব্রভাবে সামনে আসেন তিনি

তাঁর নামেই জয়ধ্বনি তাঁর নামেই স্বপ্ন বুনি।

আগস্ট এলেই বুঝতে পারি
তাঁকে নিয়েই আমরা আছি,
থাকবো চিরকাল
তাঁর জ্যোতি তাঁরই দ্যুতি অন্ধরাতেও দেখিয়ে নেবে পথ।

আগস্ট এলেই হৃদয়জুড়ে শেখ মুজিবুর রহমান
ছবি হয়েও প্রবলভাবে আছেন আয়ুষ্মান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়