ঢাবি সাংস্কৃতিক : সংসদের আয়োজন চিঠি লেখা যাবে ‘প্রিয় বঙ্গবন্ধু’কে

আগের সংবাদ

নান্দনিক বঙ্গবন্ধু

পরের সংবাদ

মাস্কের সাথে চেইন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নব্বইয়ের দশকে চেইন অ্যাকসেসরিজের ট্রেন্ড ছিল উল্লেখ করার মতো। প্রয়োজনীয় জিনিস ব্যবহারের সুবিধার্থে এটি ফিরে এসেছে। ডিজাইনাররা এটিকে নানান আঙ্গিকে ও উপকরণে আরও প্রয়োজনীয় করে তুলছেন। এয়ারপড কেস, রোদ চশমা, পাওয়ারগøাস এবং মাস্ক কাছাকাছি রাখা ও ব্যবহারের জন্য চেইনের সঙ্গে যুক্ত হয়েছে। গুচি ও ফেন্ডির মতো ডিজাইনারদের স্প্রিং-সামার কালেকশনেও এটি স্থান পেয়েছে। লেডি গাগা প্রতিদিনকার ফেস মাস্কের সঙ্গে চেইন ব্যবহার করে নতুন লুক তৈরি করেছেন। বোল্ড আইওয়্যার থেকে হালকা সোনার লিংক পর্যন্ত সিআর রাউন্ডে সবচেয়ে স্টাইলিশ অনুষঙ্গে পরিণত হয়েছে এটি। এর ধারাবাহিক প্রভাব থেকে বাদ যায়নি রানওয়ে আর স্ট্রিট ফ্যাশনও। ফেস মাস্ক এখন সবার জীবনধারার অংশ হয়ে উঠেছে, অনেক ব্র্যান্ড নতুন ভার্সনের অফার দিয়ে যাচ্ছে। সুন্দর কাপড়, প্যাটার্ন এবং চাহিদা অনুযায়ী বাহারি মাস্ক পাওয়া যাচ্ছে। এ ছাড়া নতুন করে দেখা যাচ্ছে লম্বাকৃতির চেইনের মতো মাস্ক অ্যাকসেসরিজ।
সূত্র: এলে ম্যাগাজিন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়