ঢাবি সাংস্কৃতিক : সংসদের আয়োজন চিঠি লেখা যাবে ‘প্রিয় বঙ্গবন্ধু’কে

আগের সংবাদ

নান্দনিক বঙ্গবন্ধু

পরের সংবাদ

ফেমিনিন লুকেরই প্রতীক বো ফ্যাশন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গেল বছরও আপনার ফ্যাশন ডিকশনারিতে নতুন মাত্রা যোগ করেছিল ব্যান্ডেনা। সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে অনুসঙ্গ হিসেবে ব্যান্ডেনা ব্যবহার করবেন তাতে মেতেছিল নেটিজেনরা। তবে, ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে যদি আপনি ভালবাসেন, তাহলে সামনে কয়েকটা মাস ব্যান্ডেনা ছাড়াও বো- ফ্যাশন আপনার লিস্টে থাকতেই পারে। গরম পড়েছে শহরে। বাইরের উত্তাপকে সঙ্গী করেই ঠিক করে ফেলতে হবে নিজের স্টাইল স্টেটমেন্ট। আর সেখানেই আপনার ফ্যাশন ডিকশনারিতে নতুন মাত্রা যোগ করবে বো।

গুচি, ম্যাংগো, এইচঅ্যান্ডএমসহ নানা ব্র্যান্ড পোশাকে বো নিয়ে নানা নিরীক্ষা করছে। বো-এর ফ্যাশন আসলে কখনোই চলে যায়নি। বরং দিন দিন নানা ভঙ্গিমায় বেড়েই চলেছে। শুধু কী পোশাকেই? বো-য়ের ফ্যাশন সমানভাবে জনপ্রিয় কেশ সজ্জায়ও। সেই সতের শ দশকের ফরাসি রানি ম্যারি আতোয়াঁনেতের বিভিন্ন বিখ্যাত পোর্ট্রেটগুলোতে কেশসজ্জায় প্রায়ই বো-এর সাজ দেখা যায়। তবে আদিকালে কিন্তু নারী-পুরুষ উভয়েরই চুলের সাজে বো-এর উপস্থিতি লক্ষণীয়। মজার ব্যাপার হলো, ফরাসি সংস্কৃতিতে লম্বা দাড়ির বিনুনির নিচে হৃদয়স্থল বরাবর হার্ট শেপের বো বেঁধে প্রেয়সীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন পুরুষেরা। অবশ্য কালের বিবর্তনে চুলের ফ্যাশনে বো-এর সাজ ফেমিনিন লুকেরই প্রতীক হয়ে ওঠে। পনিটেইল বা বিনুনিতে রিবনের বো একসময় স্কুলগামী বালিকাদের ইউনিফর্মের অংশের মতোই হয়ে গেল। বো দেয়া ক্লিপ, স্ক্রাঞ্চি, পাঞ্চ ক্লিপ, হেয়ারব্যান্ড সবই সমান জনপ্রিয়। বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব ওজ’-এ ডরোথির ভূমিকায় জুডি গার্ল্যান্ডের চুলে ছোট্ট মিষ্টি বো-এর সাজের কথা কেউ ভুলতে পারে না আজ এত বছরও। আবার পপ ফ্যাশন আইকন লেডি গাগা তার স্বভাবজাত চমকে দেওয়া লুকের ধারাবাহিকতায় নিজের চুল দিয়েই বিভিন্ন শেপে ঢাউস আকৃতির বো বানিয়েছেন। আবার সেই সতের শতকেই মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীদের স্বাভাবিক কোঁকড়া চুল ঢেকে রেখে মাথায় টিনন নামের স্কার্ফ জড়িয়ে রাখার আইন করা হলো। এর কড়া প্রতিবাদ হিসেবে সেই টিননের ওপরে রংবেরঙের ক্লিপ আর বো পরতেন নারীরা। হেয়ার বোএর ফ্যাশন আবার জোরেশোরেই শুরু হয়েছে ২০১৮ সালের পর থেকে। এখন তো একেবারে নবজাতক কন্যা শিশুর প্রথম ফটোশুটেও মাথায় একটা বোওয়ালা রিবন ব্যান্ড না হলে চলেই না।

শেফালী সোহেল
সূত্র : ইন স্টাইল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়