ঢাবি সাংস্কৃতিক : সংসদের আয়োজন চিঠি লেখা যাবে ‘প্রিয় বঙ্গবন্ধু’কে

আগের সংবাদ

নান্দনিক বঙ্গবন্ধু

পরের সংবাদ

নরসিংদী : মেঘনায় অবমুক্ত করা হলো ৫০ হাজার মাছের পোনা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে রুই, কাতলা, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব নরসিংদীর আয়োজনে গতকাল শনিবার মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এ সময় তিনি বলেন, মাছের পোনা অবমুক্তকরণের এই আয়োজনটি অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী একটি পদক্ষেপ। আমি অনেক দিন পর এমন একটি ভালো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। রোটারি ক্লাব অব নরসিংদী এই ধরনের আরো সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে উদ্যোগী হয়ে এগিয়ে আসবেন বলে আমি আশা রাখছি। রোটারি ক্লাব অব নরসিংদীর সভাপতি ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা আফরোজ, নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক বেনজির আহমেদ বেনু, সাংবাদিক সুমন বর্মন এবং রোটারি ক্লাব অব নরসিংদী ও মেঘনা জোনের রোটরিয়ানসহ গণ্যমান্য ব্যক্তিরা। মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর নদীতে আনন্দঘন পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়