বাড়িসহ বিপুল সম্পদ : অনুসন্ধান চেয়ে ওসি মনিরুলের বিরুদ্ধে হাইকোর্টে রিট

আগের সংবাদ

শ্রমিক ধর্মঘটে ‘অচল’ চা শিল্প

পরের সংবাদ

জানা অজানা

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গোলাপ কাঁটায় হতে পারে রক্তক্ষরণ-
তবু কখনো কারো ভালোবাসা সে গোলাপ জুড়েই থাকে।
মৃত্যু বীভৎস জেনেও কেউ আবার-
হাসি মুখে বরণ করে নিতে চায় তাকে,
আলোকিত রঙিন পৃথিবীর বন্ধন ছিন্ন করে।

প্রেমের পথ ভঙ্গুর, সর্বত্র অনল ছড়ানো, সাথে প্রবঞ্চনার হাতছানিও-
তবু মানুষ স্বেচ্ছায় নিরন্তর ছুটে চলে সে পথে আমৃত্যু,
স্বপ্নের ভেলায় পাড়ি দিতে চায় বিশাল নীলাঞ্চল।

তুমি এক সর্বগ্রাসী প্রমত্তা মহাসাগর জেনেও,
আমি ভাসতে চেয়েছি কেবল তোমারই মাঝে।
খুঁজে নিতে চেয়েছি দুর্লভ মুক্তো,
কঠিন খোলসে আবৃত ঝিনুকের বুক চিড়ে।
জেনে বুঝেই নিমগ্ন হই তোমার অস্তিত্বের অভয়ারণ্যে,
নিজেকে হারাই বারংবার জানা অজানা অচেনা প্রান্তরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়