যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ : সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

বিসিবির ধমকে পিছু হটলেন সাকিব : বিসিবি সভাপতি পাপনের আল্টিমেটামের পর বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে চিঠি

পরের সংবাদ

বন্যা পরবর্তী পানিবাহিত রোগ বাড়ছে সিলেটে

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট ব্যুরো : দুই দফা বন্যার পর সিলেটে উল্লেখযোগ্যহারে বাড়ছে পানিবাহিত রোগ। প্রতিদিন কয়েকশ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরই মধ্যে সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়।
জানা গেছে, গত মে ও জুন মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই দফা বন্যার কবলে পড়ে সিলেট। প্রথম দফা বন্যায় খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও দ্বিতীয় দফায় সিলেট অঞ্চলের প্রায় ৮০ ভাগ এলাকা তলিয়ে যায়। উপজেলা শহরগুলোর পাশাপাশি প্লাবিত হয় সিলেট মহানগর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বন্যার দূষিত পানি থেকে ছড়াতে থাকে পানিবাহিত নানান রোগ। বন্যা পরবর্তী সময়ে যা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যে ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহে আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৭, সুনামগঞ্জে ৫৬, মৌলভীবাজারে ১১০ ও হবিগঞ্জে ১২১ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৫৭ জন রোগী হবিগঞ্জ জেলার। বাকিদের মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৮৪২ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৩২৬ জন ও মৌলভীবাজার জেলার ৬ হাজার ৫৩৬ জন রোগী রয়েছেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) জানান, এ বছরের বন্যা আগের চেয়েও ভয়ানক রুপ নিলেও আমাদের সব প্রস্তুতি ছিল। বন্যার সময় থেকেই আমরা জনগণকে নানা চিকিৎসা সেবা দিয়ে আসছিলাম। এখন পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি দেখা যাচ্ছে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। পানিবাহিত রোগের লক্ষণ দেখা দিলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া আমাদের মেডিকেল টিমগুলোও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়