যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ : সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

বিসিবির ধমকে পিছু হটলেন সাকিব : বিসিবি সভাপতি পাপনের আল্টিমেটামের পর বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে চিঠি

পরের সংবাদ

বন্ডিং অব জার্নালিস্ট : ১০ সাংবাদিকের সন্তান বৃত্তি পেল

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল বন্ডিং অব জার্নালিস্ট নামের একটি সংগঠন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার খিলগাঁওয়ের তালতলায় একটি রেস্টুরেন্টে সংগঠনের উদ্যোগে ১০ জন সাংবাদিকের সন্তানকে মেধাবৃত্তি দেয়া হয়। এর সঙ্গে বেশ কিছু বইও উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য আইরীন নিয়াজী মান্না, তারিক আল বান্না, মাহমুদুল কবীর, মনসুর আহমেদ, রেজাউল করিম হীরা, ওমর ফারুক, জাহাঙ্গীর বিপ্লব, এম জহিরুল ইসলাম, আবদুল্লা শিবলী, শাহ রাজন, মাকসুদুল বারী টিপুু, গাজী শরিফ মাহমুদ, পাভেল তারেক, এস এম শামীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সালেহীন বাবু। অনুষ্ঠানে জানানো হয় সাংবাদিক সন্তানদের বৃত্তিসহ বিভিন্ন কল্যাণে কাজ করবে সংগঠনটি।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন- আকতার হোসেন (আরটিভি), আলম খায়রুল (বাংলাদেশ বুলেটিন), আশরাফুল আলম রিবলু (এটিএন বাংলা), আহমেদ তেপান্তর (আজকালের খবর), এনায়েত সাওন (ডেইলি সান), সুমন মোস্তফা (নিউজজি ২৪), বিপুল হাসান (পূর্ব পশ্চিম), নির্মল কুমার বর্মন (সময়ের আলো), এস এম মুন্না (নয়া শতাব্দী), সাজ্জাদ হোসেন শামীম (কালের কন্ঠ), ইউসুফ আলী বাচ্চু, রায়হান উল্লাহ (আজকালের খবর), বদরুল আলম (বাংলাদেশের খবর), মুবতাসীম ফুয়াদ (বাংলাদেশ নিউজ), মাহতাব শাফি (গেøাবাল টিভি), মশিউর রহমান (নিউজ ২৪)। -বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়