ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ : পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের ফের মামলা

আগের সংবাদ

কে কোথায় কুরবানি দিচ্ছেন

পরের সংবাদ

ভাবনার কলরোল

প্রকাশিত: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হাজার বছর আগে
আশ্চর্য অভিমানে হারিয়ে গেছো তুমি
অথচ এই দেহে মিশে আছে বিমূর্ত প্রেমশিখা!

কত জল গড়ালো গঙ্গায়-
বাতাসের নৌকায় চলে গেল কত সময়!
আমি সেই অবুঝ-
মনের প্রচ্ছদে তোমার অবাক প্রতিবিম্ব,
বুকের পাঁজরে কিশোর স্পর্শের মুখস্ত স্পন্দন।

অতীতের ছায়াগুলো
দৃষ্টির সীমান্তে এখনো জোনাকি,
বাতাসে সারাক্ষণ চিরচেনা সেই শরীরী ঘ্রাণ,
চোখের সৈকতে জল- টলমল, ছলছল…!

নীরবে ভাবি-
জীবন এক রহস্যঘেরা আকাশ;
এই কত হাসি-গান,
এই আবার ব্যথার সুরে সংগাহীন দীর্ঘশ্বাস!
স্বপ্নরা ঝরা পাতা- মরুর বুকে, নদীর জলে…

বিস্ময়ে দেখি-
সব আছে, শুধু কোথাও তুমি নেই!
বিধিহীন শোকের তাপে
আমাদের চেনা শহর রোদপোড়া গড়ের মাঠ,
চারপাশের মানুষ যেন প্রাগৈতিহাসিক মুমূর্ষু ঘাস!

একান্ত ভাবনা-
পৃথিবীর বুকে আর না আসূক আলো,
এই সবুজ, এই নদী ঢেকে যাক অন্ধকারে,
তবুও কোনো এক ক্ষণে তুমি সূর্য বা কালপুরুষ।

তুমি জানো না,
তোমার জন্য এখনো পথ চাওয়া,
তোমার বসবাস আজো হৃদয়ের গোপন ঘরে;
শুধু তোমার জন্য প্রেম
রঙমাখা ঝর্না হবে সারাটি জীবন ধরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়