ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ : পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের ফের মামলা

আগের সংবাদ

কে কোথায় কুরবানি দিচ্ছেন

পরের সংবাদ

পদ্মা পাড়ে একদিন

প্রকাশিত: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

একদিন পদ্মার ঢেউ আমাকে ছুয়ে বলেছিল, মিষ্টি হাওয়া গায়ে মেখে যখন ব্রিজ পাড়ি দিবে, তখন ভুলে যেওনা আমায়!
মøান হাসিতে টিপ্পনী কেটে আমিও উত্তর ছুড়ে দেই, দেখা যাক না কবেই যে আসবে সুদিন!

তৃমিতো ঢেউয়ের তালেই নেচে ওঠো কেবল।
সেতু তৈরি সহজ কথা নয়, ওটা স্বপ্নেই বেঁচে রয়।
আহা! স্বপ্ন যে সত্যি হয়, সত্যি হয়।

আমি গভীর দৃষ্টিতে পাখির চোখে স্বপ্ন আঁকি,
মিঠে পানির ইলিশের রুপালি লেজের ঝাপটায় সবাক ফিরি।
আমার তনুমন জুড়ে গভীর পদ্মার ভালোবাসার ঝিলিমিলি।

সেতুর বন্ধনে, দুই পাড়ের নিবিড় ঘনিষ্ঠতা হয়
রূপসী পদ্মাবতীর শ্রীবৃদ্ধি ঘটে,
আমিও তার কানে চুপিচুপি বলে যাই…
তোমার অথৈ জলে আমার অবগাহন, দিকদিগন্তের পূর্ণ বন্ধন,
এ যেন আমাদের ভেসে চলা এক পথে একই সাথে হৃদয়ে হৃদয় ছোঁয়া স্পন্দন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়