ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ : পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের ফের মামলা

আগের সংবাদ

কে কোথায় কুরবানি দিচ্ছেন

পরের সংবাদ

কুরবানি

প্রকাশিত: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আসমান জমিন দো-জাহানের মালিক
হে পরম করুণাময়,
ধৈর্য দাও, সাহস দাও, ভারসা দাও
যেন এই কষ্ট করতে পারি জয়।
কষ্টের শেষ চাই না, উপশম চাই।
প্রাত্যহিক অনিরাপদ জীবনে হঠাৎ
কেন দিলে আসমানি বাড়তি মুসিবত।
এত পানি, হে পরওয়ারদিগার, এত পানি
কোথায় রেখেছিলে আড়াল করে
এখন আকাশ উদোম করে ঢেলে দিলে।
ভাসমান জীবন আবার ভাসিয়ে দিলে
কেড়ে নিলে পা রাখার এক টুকরো শুকনো জমিন।
কাউকে এগিয়ে দিচ্ছো, পিছিয়ে কাউকে
উপরে রেখেছো কাউকে, কাউকে নিচে
কার কেমন কাটবে দিন, তুমি করো ঠিক,
তোমার হাতেই তো ন্যায়বিচারের ভার!
ভাসছে হয়তো সবাই, কেউ সুখের নহরে,
সীমাহীন কষ্ট আবার কারো সঙ্গ ছাড়ে না।
এসব কোনো অভিযোগ নয় হে দয়াময়,
এসেছে ঈদ, প্রিয় কিছু দিতে হবে কুরবানি
আমার যে আজ দেয়ার কিছু নেই
এখন কী করি বলে দাও, বঞ্চিত করো না
তোমার মেহেরবানি।
চাইলে তুমি তুচ্ছ এ জীবন দিতে পারি কুরবানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়