মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাজেট ঘোষণা
মাগুরা প্রতিনিধি : জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তনে ৫৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৫৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক পংকজ কুণ্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র হালদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিক উল হাসান ও মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

কৃষি প্রণোদনা
ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ১ হাজার ১০০ প্রান্তিক ও ক্ষুদ্র চাষির মাঝে কৃষি প্রণোদনা হিসেবে দেয়া হয়। প্রতি কৃষকের জন্য ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি পিএসপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মৌসুমে দুই দফা পাহাড়ি ঢলে অত্র এলাকা বন্যাকবলিত হয়। এতে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সায়েন্টেফিক সেমিনার
কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রামেক কনফারেন্স রুমে ‘ইন্টিগ্রেটেড টিচিং এন্ড প্রসিডিউর অব ইভ্যালিউশন অব অ্যানসার স্ক্রিপ্ট’ শীর্ষক এ সেমিানার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। সেমিনারে উপস্থিত ছিলেন- রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কাদের, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলীসহ রাজশাহীস্থ রামেবি অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা।

ফুটবল টুর্নামেন্ট
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : হাতিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার বিকালে বুড়িরচর? ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় নিঝুমদ্বীপ বন্দর টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে কৃষ্ণ বন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে বিজয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে কৃষ্ণ বন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যলয় একাদশকে হারিয়ে বিজয়ী হয়। পরে উপজেলা টুর্নামেন্ট কমিটির সভাপতি ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন।

মেডিকেল ক্যাম্প
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রামগড় বিজিবির কোম্পানি সদর বিশেষ ক্যাম্পে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ৪৩ বিজিবির উপঅধিনায়ক ক্যাপ্টেন কামরুজ্জামানসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সেবা দান করেন ৪৩ বিজিবির বিশেষজ্ঞ ডাক্তার ক্যাপ্টেন জাদিদ আহামেদসহ তার সহযোগীরা।

খাদ্যসামগ্রী বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের উদ্যোগে লাখাই উপজেলা ও মাধবপুর উপজেলার ৩৫০টি বিভিন্ন বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার ২ দিনব্যাপী এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, লাখাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া মুজাহিদ, প্রভাষক মুশফিক হোসেন সেলিম, ওয়াহিদুর রহমান, হুমায়ুন কবীর, রোভার স্কাউট লিডার জগদীশ দেব নাথ, একেএম মাহবুব আলম, সিনিয়র রোভার মেট আশরাফুল বারী খান প্রমুখ।

সাহিত্য সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, সদর উপজেলা চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উন্নয়ন সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

কর্মশালা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আখাউড়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জহির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
সভায় পর্যটন শিল্প উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়