মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

রোগীদের ভোগান্তি : পাঁচ বছর ধরে বন্ধ রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

লিটন চক্রবর্তী, রাজবাড়ী থেকে : রাজবাড়ীর পৌর শিশু হাসপাতাল পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের অভাবে নবজাতকসহ শিশু রোগীদের চিকিৎসা করাতে খুবই ভোগান্তি পোহাতে হয় অভিভাবকদের। পৌর মেয়র বলেছেন, শিগগিরই হাসপাতালটি চালু করা হবে।
রাজবাড়ী পৌরসভা সূত্রে জানা যায়, রাজবাড়ী বালিয়াকান্দি সড়কের নতুন বাজার এলাকায় ১৯৯৫ সালে স্থাপিত হয় রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। শুরু থেকে পৌরসভার অর্থায়নে একজন শিশু চিকিৎসক ও দুজন সহকারী দিয়ে হাসপাতালটি পরিচালিত হতো। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া স্বল্প মূল্যে হাসপাতালটিতে শিশুদের দেখে ব্যবস্থাপত্র দেয়া হতো। এভাবেই চলেছে ২৩ বছর। সর্বশেষ হাসপাতালটির চিকিৎসক ছিলেন ডা. আব্দুর রশিদ। তিনি ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর অবসরে যান। তখন পৌরসভা আর্থিক সংকট দেখিয়ে নতুন কোনো চিকিৎসক নিয়োগ দেয়নি। তারপর থেকে হাসপাতালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। চার কক্ষবিশিষ্ট এই হাসপাতালটি এখন একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা আর আগাছায় ভরে গেছে হাসপাতালের চারদিক।
গত শনিবার সরজমিন গিয়ে দেখা যায়, হাসপাতালটির প্রবেশমুখে অনেক গাছের গুঁড়ি রাখা হয়েছে। হাসপাতালটির আশপাশে ময়লা-আবর্জনায় ভরে গেছে। আগাছা জমেছে চারদিকে। হাসপাতাল ভবনের চারটি কক্ষে তালা দেয়া। তবে মূল প্রবেশপথ খোলা থাকায় রাতে হাসপাতালের বারান্দায় ভবঘুরে মানুষ ঘুমিয়ে থাকে। লাইটগুলো নষ্ট হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছর ধরে আর এখানে কোনো ডাক্তার আসেন না। শুধু সপ্তাহে একদিন পৌরসভা থেকে টিকা দিতে আসেন। দুর্গন্ধের কারণে টিকা প্রদানকারী বাইরের দোকানেই বসে থাকেন বেশি।
স্থানীয়দের অভিযোগ, জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। শিশুদের ভালো চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে গেলে বেশির ভাগ সময়ই পাশের জেলা ফরিদপুরে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া রাজবাড়ী সদর হাসপাতালে ভালো কোনো শিশু চিকিৎসক নেই। এসব ক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল পরিবার সহজে অন্য স্থানে যেতে পারলেও বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। তাই শহরবাসীর দাবি, বন্ধ থাকা হাসপাতালটি একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হিসেবে চালু করা হোক। পাঁচ উপজেলা মিলে ১১ লাখ মানুষের এই জেলায় কোনো শিশু হাসপাতাল নেই। তাই দ্রুত হাসপাতালটিকে চালু করে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।
রাজবাড়ী পৌরসভার বাসিন্দা আয়নাল শেখ বলেন, হাসপাতালটি যখন চালু ছিল তখন শিশুদের নিয়ে সেখানে গেলে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখানো যেত। এখন শহরে সেই সুুযোগ নেই। সদর হাসপাতালই আমাদের ভরসা। কিন্তু সেখানে শিশু চিকিৎসক নেই। এজন্য হাসপাতালটি চালু করা খুবই জরুরি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলা চৌধুরী বলেন, একটা হাসপাতাল ২৩ বছর চালু থাকার পর বন্ধ হয়ে গেল। বিগত পাঁচ বছর ধরে বন্ধই রয়েছে। এই শহরে শিশুদের খেলার মাঠ কমেছে। এখন তাদের স্বাস্থ্যসেবার জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে অভিভাবকরা নিরুপায় হয়ে পড়বেন। তাই হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানাই।
পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, আমার আগের মেয়র হাসপাতালটি বন্ধ করে দেন। আমি পৌরবাসীকে কথা দিয়েছি হাসপাতাল চালু করব। এজন্য আমি পরিষদে আলোচনা করেছি। দ্রুতই অর্থের ব্যবস্থা হবে। তখন আমরা নতুন করে চিকিৎসক নিয়োগ দেব। শিগগিরই হাসপাতালটি চালু করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়