মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

মুরাদনগরে ত্রাণ পেল পানিবন্দি ৫শ পরিবার

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগর উপজেলায় পানিবন্দি ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নে ৫টি ওয়ার্ডের ৮টি গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এসব ত্রাণ বিতরণ করা হয়। জানা যায়, এ উপজেলা দিয়ে বহমান গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে এ ইউনিয়নের নদীর বেড়িবাঁধের ভেতরে থাকা জাহাপুর, বাখরাবাদ, সাতমোড়া, শুশুন্ডা, দড়িকান্দি, নয়াকান্দি, দোলারামপুর, দক্ষিণ দিলালপুর গ্রামের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এসব পানিবন্দি পরিবারের মাঝে তাদের গ্রামে গিয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, ইউপি সচিব সহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার সেলিমগীর হোসেন ও ইউপি সদস্য জহিরুল হক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়