মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

টাইগারদের বিপক্ষে ক্যারিবিয়ান দল ঘোষণা : র‌্যাঙ্কিংয়ে সোহান-শান্তর উন্নতি

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ক্রিকেট মাঠে টাইগাররা ব্যস্ত সময় অতিবাহিত করছে সেই জানুয়ারি থেকে। একের পর এক সিরিজ খেলে গেলেও নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর চার সিরিজের কোনোটিতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের উদ্দেশে গত ৩ জুন থেকে কয়েক ধাপে দেশ ছেড়েছে সাকিব-তামিমরা। ইতোমধ্যে অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে সাকিব বাহিনী। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামার ফলে দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকে রঙিন বলে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও রঙিন পোশাকে সাদা বলে লড়াই করার ইঙ্গিত দিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আগামী ২ জুলাই থেকে ডমিনিকায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে গত ২২ মে তিন ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে বিসিবি। হজ পালনের জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাদা পোশাকে সবার আগে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছানো মুশফিকুর রহিম। তবে দলে নতুন করে ডাক পেয়েছেন লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া এনামুল হক বিজয়। প্রথমে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই তাকে দলে রেখেছে বিসিবি। এরপর ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচে ইয়াসির আলী রাব্বি ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টেস্টে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। দীর্ঘদিন পর এই সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় ছিল টাইগারদের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় এই দেশেই রয়ে গেছেন তিনি। এই সিরিজেও মাঠে নামার সৌভাগ্য হয়নি তার। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইগার শিবিরে আছে মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রæব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর স্বাগতিকরা ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে। স্বাগতিকদের টি-টোয়েন্টি দলে এবার সুযোগ পায়নি আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। নিকোলাস পুরানের সঙ্গে নতুন সহঅধিনায়ক রোভম্যান পাওয়েলকে ঘোষণা করে টি-টোয়েন্টি দলে শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডোমিনিক ড্রেকসকে (রিজার্ভ) দলে রেখেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ওয়ানডে দলও ঘোষণা করেছে স্বাগতিকরা। ওয়ানডে দলে আছেন নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড (রিজার্ভ)। স্বাগতিকদের বিপক্ষে সাদা বলে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রোটিয়াদের হারিয়ে এই আত্মবিশ্বাস অর্জন করেছে তামিম-রিয়াদ বাহিনী। এছাড়া পরিসংখ্যানেও প্রতিপক্ষের থেকে তেমন একটা পিছিয়ে নেই। এ পর্যন্ত সব মিলিয়ে ৪১ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ১৮ বার জিতেছে বাংলাদেশ ও ২১ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টাইগারদের জন্য সবচেয়ে সুখকর বিষয় হলো- ২০১৮ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ক্যারিবীয়রা। ২০১৯ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে একবার হোয়াইটওয়াশ হয়েছে। এছাড়া আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ট্রাইনেশন সিরিজের তিন ম্যাচের ৩টিতেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে ক্যারিবীয়রা। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের শক্তির কথা ইতোমধ্যে কারো অজানা নয়। তবে টাইগারদের এখন মূল লক্ষ্য হলো টি-টোয়েন্টি সিরিজে। টি-টোয়েন্টিতেও পরিসংখ্যানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুদলের। এ পর্যন্ত ১৩ দেখায় ৭ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ৫ বার জিতেছে বাংলাদেশ। এছাড়া একটি ম্যাচের কোনো ফলাফলই হয়নি। সর্বশেষ ৬ দেখায় তিনবার করে জয় অর্জন করেছে দুদল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর চার মাসও নেই। আগামী ২২ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তাই সাদা পোশাকের দুঃখ-গøানি ভুলে গিয়ে রঙিন পোশাক নিয়ে আত্মবিশ্বাস অর্জনের আহ্বান জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরির সুবাদে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টে বল ও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হওয়ায় আবারো পিছিয়ে গেছেন। বর্তমানে ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। সাকিব পিছিয়ে আসায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্র অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৩৪১।
শীর্ষে থাকা আরেক রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৫। অধিনায়ক পিছিয়ে গেলেও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির সুবাদে ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে উঠে এসেছেন সোহান। অপরদিকে ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বর স্থানে এসেছেন নাজমুল হোসেন শান্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়