বিশেষ অধিকার ক্ষুণ্ন : এমপি হারুনের নোটিস নাকচ করলেন স্পিকার

আগের সংবাদ

ঢাকার তৃণমূলে আ.লীগের পদ পেলেন ৫৪ হাজার কর্মী : থানা-ওয়ার্ডে পদ পাচ্ছেন আরো সাড়ে ১২ হাজার > সংগঠন গোছাতে মাঠ চষে বেড়াচ্ছেন নগর নেতারা

পরের সংবাদ

সংসদে তথ্যমন্ত্রী : সাংবাদিকদের মেধাবী সন্তানরা এককালীন মঞ্জুরি পাবে

প্রকাশিত: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি কিংবা স্টাইপেন্ড দেয়ার খসড়া নীতিমালা ট্রাস্টি বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিলে সিডমানি ৪৯ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৮১ টাকা জমা আছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
তথ্যমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ১ হাজার ৪২২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের ১২ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়া ২০২১-২২ অর্থবছরে এ পর্যন্ত ৫৪২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের অনুকূলে ৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।
হাছান মাহমুদ জানান, সরকার বেসরকারি খাতে ৪৬টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩৩টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমতি দিয়েছে। এছাড়া জাতীয় অনলাইন নীতিমালা-২০২২ মোতাবেক তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তথ্য অধিদপ্তর তিন ধাপে ১০৮টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দিয়েছে। চলতি বছরের ১৯ জুন পর্যন্ত ১৫৪টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০৮টির অনলাইন পোর্টালকে নিবন্ধন দেয়া হয়েছে। বাকি ৪৬টির নিবন্ধন দেয়ার কাজ চলমান রয়েছে। ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়