বিশেষ অধিকার ক্ষুণ্ন : এমপি হারুনের নোটিস নাকচ করলেন স্পিকার

আগের সংবাদ

ঢাকার তৃণমূলে আ.লীগের পদ পেলেন ৫৪ হাজার কর্মী : থানা-ওয়ার্ডে পদ পাচ্ছেন আরো সাড়ে ১২ হাজার > সংগঠন গোছাতে মাঠ চষে বেড়াচ্ছেন নগর নেতারা

পরের সংবাদ

মিরপুর থানা আ.লীগের সম্মেলনে সন্ত্রাসী আতঙ্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক আগ্রহী থাকায় তাদের ঘিরে একাধিক শীর্ষ সন্ত্রাসীর নামও এখন নতুন করে আলোচনায়। আজ বুধবার সকালে মিরপুর স্টেডিয়ামের পাশে ন্যাশনাল বাংলা স্কুল মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও আঁগা খান মিন্টু। প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। উদ্বোধন করবেন ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এতে সভাপতিত্ব করবেন এস এম হানিফ।
জানা গেছে, সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি এস এম হানিফ ছাড়াও অলিউর রহমান বাবুল, এজাজ আহমেদ স্বপন, শামসুল হক, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, হায়দার আলী খান বহুলুল, আনোয়ার হোসেন লিটু, আয়নাল হোসেন প্রচারণায় আছেন। চলছে পাল্টাপাল্টি শোডাউন।
এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও খোরশেদের অনুসারীরাও সক্রিয় হয়েছে। তারা সাধারণ সম্পাদক হিসেবে লিটুর নাম প্রচার করছে বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাউর রয়েছে। এতে অন্য প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে আনোয়ার হোসেন লিটু অভিযোগ অস্বীকার করে গতকাল মঙ্গলবার বিকালে ভোরের কাগজকে বলেছেন, সমাজবিরোধী কোনো লোকের সঙ্গে আমি সখ্যতা গড়ে তুলি না। আমার পক্ষে কারা প্রচারণা চালাচ্ছে তা জানা নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়