টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের উচ্চকণ্ঠ সাহসিকা শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল।
প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের কাছে জাহানারা ইমাম দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে আজও অবিস্মরণীয়। তার সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেছে। তিনি বাঙালির মানসপটে চিরভাস্বর হয়ে থাকবেন।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, কামাল উদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, শীলা চৌধুরী, কোহিনুর আকতার, আশরাফুল ইসলাম, এস এম রাফি, তারেক উদ্দিন, মোহাম্মদ এরশাদ, প্রদীপ দাশ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়