টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

দৌলতপুরে কৃষিজমির মাটি বিক্রি করায় ড্রেজার ধ্বংস

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুরের সমেতপুর গ্রামে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রি করায় ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রবিন মিয়া এ অভিযান চালান। অভিযানে অংশ নেয় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব?্যক্তি বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিন মিয়া বলেন, যেখানে অবৈধ ড্রেজার চলবে সেখানেই অভিযান চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, অসাধু ব্যবসায়ী অবৈধ পন্থায় ড্রেজার বসিয়ে মাটি বিক্রির ব্যবসা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ডেজার, প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিক পালিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়