টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

ডাসারে পানের বরজ ভাঙল দুর্বৃত্তরা

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে সৈয়দ শহিদুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তির পানের বরজ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার গভীর রাতে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
তবে স্থানীয় একটি প্রভাবশালী মহল তার পানের বরজ ভেঙে জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে ভুক্তভোগী জানান। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ওই ঘটনার পর পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী ঐতিহ্যবাহী গোপালপুর এলাকার আমিরন নেছা ওয়ার্কফা এস্টেটের মোতাওয়াল্লী সৈয়দ শহিদুর রহমান চৌধুরী বলেন, আমার ও আমার ওয়ারিশদের ৪৫নং গোপালপুর মৌজায় বি.আর.এস ২৩নং খতিয়ানে ৬৮৪নং দাগে ৮৯ শতাংশ জমি রয়েছে। সেই জমির একটি অংশে আমি পানের বরজ ও কলাগাছ লাগিয়েছি। কিন্তু একই এলাকার তপন কুমার সরকার তার স্ত্রী অঞ্জনা ও ছেলে তনয় সরকারের নামে একই দাগে ১৮.১৬ শতাংশ জমি কেনেন। পরে তাকে বরজের অন্য এক পাশ দিয়ে স্থানীয় সালিশরা তার ক্রয়কৃত জমি দখলে বুঝিয়ে দেন। কিন্তু দীর্ঘদিন পরে তপন সরকার স্থানীয় কিছু ভাড়াটে লোকজন নিয়ে জোরপূর্বক পানের বরজ ও কলাগাছ লাগানোর স্থান দিয়ে জমি দখলে নেয়ার পায়তারা চালিয়ে আসছেন।
সম্প্রতি রাতে আমার লাগানো কলাগাছ কেটে দিয়েছে এবং রাতে আমার পানের বরজ ভেঙে দিয়েছে। এ ঘটনায় কিছুদিন আগে ডাসার থানায় আমি একটি লিখিত অভিযাগ দায়ের করেছি। পরে থানা পুলিশ স্থানীয় সালিশদের মাধ্যমে মীমাংসার জন্য বলে যান। সালিশে এ ব্যাপারে মীমাংসার জন্য উদ্যোগ নিলেও তপন সালিশদের অমান্য করে আমার জমি দখলে নেয়ার জন্য পায়তারা চালিয়ে আসছেন। আমি তপনের নামে আদালতে মামলা করব। তপন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রকার প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিযুক্ত তপন সরকার বলেন, আমার ক্রয়কৃত জমি আমি দখল করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়