টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

কাপ্তাইয়ে চাল পেল ৬৮৪ মৎস্যজীবী পরিবার

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মৎস্যজীবী পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহিনুর রহমান, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুনে বরাদ্দকৃত ১৩ হাজার ৭২০ কেজি চাল কাপ্তাই হ্রদের মৎস্যজীবী ৬৮৪ জনের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়