সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

আসামে বন্যায় মৃত ১২১ : পানি কমছে, ভোগান্তি বাড়ছে

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আসামে বন্যা পরিস্থিতিতে আরো চারজনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃত বেড়ে হলো ১২১। শিলচরের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। অপরিমেয় দুর্ভোগে বাসিন্দারা। গণমাধ্যম বলছে, বন্যা পরিস্থিতিতে আসামের দুর্ভোগ কাটছে না। খবর আনন্দবাজার।
গত রবিবারও শিলচরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে। এদিন সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নৌকা করে দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। গত ২০ জুন থেকে বন্যা পরিস্থিতির জেরে শুধু শিলচরে দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে টুইটারে হিমন্ত লেখেন, শিলচর শহরের অধিকাংশ এলাকা ডুবে গেছে। সমস্যার মধ্যে রয়েছেন বাসিন্দারা। দুর্দশা কাটানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
সংবাদে প্রকাশ, আসামের ২৭টি জেলার দু’হাজার ৮৯৪টি গ্রামের ২৫ লাখের বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। সেখানে প্রায় সাড়ে সাত লাখ মানুষ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। ৬৩৭টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সোয়া দুই লাখের বেশি মানুষ। প্রায় এক লাখ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়