স্বপ্নজয়ের পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী

আগের সংবাদ

হাওর জনপদে স্বাস্থ্যসেবা ‘নেই’

পরের সংবাদ

পুরান ঢাকায় বিস্ফোরণ : একই রিবারের ৪ জন দগ্ধ

প্রকাশিত: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুরান ঢাকার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার ভোর পৌনে ৫টায় আগাসাদেক রোডের ৫৬ নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বাড়ির মালিক ইসরাফিল (৬২), স্ত্রী সালমা বেগম (৫০) এবং ছেলে ইমরান (৩০) ও মেয়ে শাহজাদি (২৪)সহ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক বজলুর রশিদ জানান, ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। এতে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাড়িটির নিচতলার রান্নাঘরসহ ৩টি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। আমরা ধারণা করছি গ্যাস লিকেজ থেকে এমনটি হতে পারে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদির ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়