স্বপ্নজয়ের পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী

আগের সংবাদ

হাওর জনপদে স্বাস্থ্যসেবা ‘নেই’

পরের সংবাদ

ট্রান্সলেশন ফিচারের সক্ষমতা বাড়াল মাইক্রোসফট

প্রকাশিত: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ট্রান্সলেশন সফটওয়্যারের সক্ষমতা বাড়াতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তিটি ব্যবহারকারীদের ট্রান্সলেশন ফিচার ব্যবহারে প্রতিনিয়ত উন্নত অভিজ্ঞতা দেবে। সফটওয়্যার জায়ান্টটি তাদের এক্সওয়াইজেড উদ্যোগের আওতায় টেক্সট, ভিশনম অডিও এবং ভাষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল যুক্ত করতে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের অন্যতম অনুষঙ্গ হিসেবে জি-কোড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পদ্ধতি তৈরিতে সক্ষম; যা কথা বলা, শোনা ও বুঝতে সক্ষম।
জি-কোড মডেলের মাধ্যমে ট্রান্সলেটর সফটওয়্যারের পাশাপাশি আজুর এআই সার্ভিসও আপডেট করেছে। এসব মডেলের উৎপাদন ও যথাযথ পরিচালনায় সফটওয়্যার জায়ান্টটি এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট ও ট্রিটন ইনফারেন্স সার্ভার ব্যবহার করছে। এছাড়া মাইক্রোসফটের ট্রান্সলেটরটি প্রথম মেশিন ট্রান্সলেশন সরবরাহকারী, যার মাধ্যমে গ্রাহকদের জন্য অভিজ্ঞদের মডেলে জি-কোডের সংমিশ্রণ করা সম্ভব হয়েছে।
অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মতো জি-কোড মডেল মিকশ্চার অব এক্সপার্টস (এমওই) নামে স্থাপত্য অবকাঠামো ব্যবহার করে। যেখানে মডেলের বিভিন্ন অংশ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। এ পরিপ্রেক্ষিতে মডেলগুলো একই সঙ্গে একাধিক ভাষায় অনুবাদ করতে পারে। একই সময়ে নতুন জি-কোড এমওই মডেল স্থানান্তর শিক্ষার অধীনে ইংরেজি ও ফরাসির মতো কাছাকাছি ভাষার জ্ঞান ভাগাভাগি করতে পারে। গত বছরের অক্টোবরে এক ব্লগপোস্টে মাইক্রোসফট জানিয়েছিল, তাদের ট্রান্সলেটর বর্তমানে ১০০ এর বেশি ভাষায় অনুবাদ করতে সক্ষম। এ সুবিধা কার্যকরে প্রতিষ্ঠানটি ১০০ জোড়া ভাষার ২০ হাজার কোটি প্যারামিটার ব্যবহার করেছে।
সূত্র: টেকরাডার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়