স্বপ্নজয়ের পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী

আগের সংবাদ

হাওর জনপদে স্বাস্থ্যসেবা ‘নেই’

পরের সংবাদ

চট্টগ্রামে দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার নগরীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানার পুরাতন ফিশারিঘাট মেরিনার্স রোডে জোড়া ব্রিজের উপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, তৃপ্তি ধরের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি জব্দ ও চালক আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত তৃপ্তি ধরের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বড়শালঘর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে। তিনি নগরের কোতোয়ালি থানার নন্দনকানন দুই নম্বর গলি অপূর্ব চৌধুরী বিল্ডিংয়ের ৫মতলায় বসবাস করতেন।
গতকাল দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি হাজির রাস্তার মাথায় বাসের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মনোয়ারা লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। নিহতের স্বামী বলেন, দুপুরে আমিরাবাদে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন বিকালে চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া চৌকিদার বাড়ি এলাকায় পুকুরে ডুবে জান্নাতুল ফেরদৌস হুমায়রা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, হুমায়রা বাড়ির পাশে খেলছিল। খেলাচ্ছলে পুকুরে গাছের ফুল পড়তে দেখে তা তুলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজির পর বিকাল ৫টায় তাকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পেয়ে আত্মীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জানান, শিশু হুমায়রাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে শনিবার দুপুরে নগরীর হালিশহরের জি ব্লক ১নং ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গোলাপ মিয়া (৬০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গোলাপ মিয়া নগরের হালিশহরের সবুজবাগ এলাকার খোকনের বস্তিতে বসবাস করতেন। এছাড়া নগরের উত্তর হালিশহরের বশির শাহ মাজার এলাকায় তিনতলা একটি ভবন থেকে পড়ে সালাউদ্দিন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সালাউদ্দিন একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়