পদ্মা সেতু উদ্বোধন : বুয়েটে ক্লাস বন্ধ থাকবে ২৫ জুন

আগের সংবাদ

বর্ণিল উৎসবে খুলল দখিন দুয়ার

পরের সংবাদ

মুজাহিদুল ইসলাম সেলিম : শুরুতেই নিজস্ব অর্থে করা ভালো ছিল

প্রকাশিত: জুন ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্টি পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, পদ্মা সেতু নির্মাণ হওয়া অবশ্যই জাতির জন্য অনেক বড় অর্জন। গর্বের অর্জন। কিন্তু এক্ষেত্রে বিশ্বব্যাংকের দারস্থ না হয়ে শুরু থেকেই নিজস্ব অর্থায়নে এটা করা উচিত ছিল। এই সেতু নির্মাণে অত্যধিক ব্যয় সম্পর্কে মানুষের মনে যে প্রশ্ন আছে, সেটা এখনো নিরসন হয়নি। এটা নিরসন হওয়া উচিত। তারপরেও এটাকে আমি অর্জন বলে মনে করি।
গতকাল শুক্রবার টেলিফোনে ভোরে কাগজকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সিপিবির সাবেক এই সভাপতি বলেন, পদ্মা সেতু নিয়ে সরকারের আচরণ সমস্ত বিষয়টার ভেতর একটা কলঙ্কলেপন করে দিয়েছে। এটাকে জাতির অর্জন হিসেবে না দেখে, পদ্মা সেতুকে নির্বাচনী কার্ড হিসেবে ব্যবহার করার জন্য বিশাল ব্যয়বহুল বা হইচই করা হচ্ছে। যার কোনো প্রয়োজন ছিল না। পুরো বিষয়টাকে মানুষের কাছে অনাকাক্সিক্ষত একটা ভিন্ন চেহারা দিয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধন হোক। তারপর এটা নিয়ে বিস্তারিত বলব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়