পদ্মা সেতু উদ্বোধন : বুয়েটে ক্লাস বন্ধ থাকবে ২৫ জুন

আগের সংবাদ

বর্ণিল উৎসবে খুলল দখিন দুয়ার

পরের সংবাদ

টাইগার একাদশে দুই পরিবর্তন

প্রকাশিত: জুন ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অ্যান্টিগায় প্রথম টেস্ট বাজেভাবে হেরেছে টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। সেন্ট লুসিয়ায় শেষ টেস্ট যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে সিরিজ চলে যাবে উইন্ডিজের হাতে। তাই গতকাল দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে একাদশে দুই পরিবর্তন এনেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুলের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। বাঁহাতি পেসার মোস্তাফিজের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম। অনেক আলোচনার পর বাদ পড়েছেন মুমিনুল। ক্যারিবিয়ান সফরের আগেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পরও ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারায় জায়গা হারিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বিজয়। শুরুতে উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে নাম ছিল তার। পরে ইয়াসির আলী রাব্বির চোটে টেস্টেও ডাক পান। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩ রান। তামিম ইকবাল ২২ ও মাহমুদুল হাসান জয় ১ রানে অপরাজিত রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়