র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

সেতুবন্ধন ওই

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ডাক দিয়ে যায় দূর। মিলন মধুর
এপার তাকায় ওপারে। বারেবারে
যদি পায় একবার তোমারে, কাছে
পাছে, থাকুক পড়ে নিন্দুক। নরাধম
এঁটে ধরা যতো হিংসা-কুমির বন্ধন।
সব ছিন্ন পাতার মত ভেসে যাবে, মন
বিভেদের তলে পা রেখে দিবে উড়াল
বন। বন বন কথার প্লাবন সাথে নিয়ে
এক বুক ভালোবাসা দিয়ে। এলে এগিয়ে
কেউ। না চিনলেও, পুব যায় দক্ষিণে
বাবা বলেছিল, দেখিস বাপের বেটি
তাকে নিস চিনে। আমি ভেসে যায় দূর দেশে
দৃষ্টির শেষে। পদ্মার বুকে। বুক বেয়ে উঠি
ওঠে স্বপ্ন হাজার। যদি মিলে যায় দুইপাড়
দুই মেরু, হৃদয় সমান মিলনের হাহাকার
তার। দুই চোখ মুছে, পুছে- আমি হব?
বলি, তা-ই হয়ে যাও। আর হোক উধাও
বাঁকা ঠোঁট যতো। মিলন চায়নি যারা
ষোলো কোটি জোড়া চোখ দেয় পাহারা
ভয় নেই তোমার, এক হও, এক হলে শেষে
মাওয়া জাজিরায় এসে। স্বপ্নের স্রোতধারা
সেতুবন্ধ ওই পদ্মার বুকে, জেগে ওঠে
বত্রিশ কোটি হাতে সুখে আর সুখে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়