র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

বাংলাদেশকে টপকে শীর্ষে ইংল্যান্ড

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আইসিসি সুপার লিগে দীর্ঘদিন নিজেদের আধিপত্য বজায় রেখেছে লাল-সবুজের বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক দাপুটে জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে সবার আগে শত পয়েন্ট অর্জন করেছিল টাইগাররা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুবাদে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছিল তামিমরা। বাংলাদেশ থেকে ২৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে শীর্ষস্থান দখল করেছে ইংলিশরা। সিরিজের প্রথম দুই ম্যাজে জয়ের সুবাদে ১১৫ পয়েন্ট নিয়ে টাইগারদের কাধের ওপর নিঃশ্বাস ফেলছিল ইংলিশরা। এরপর সিরিজের শেষ ম্যাচে জেসন রয় ও জস বাটলারের তাণ্ডবে মাত্র ৩০.১ ওভারে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের সহজ পেয়েছে ইংল্যান্ড। অ্যামস্টেলভিনে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডউডের ৫০, বাস ডি লিডের ৫৬ এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৬৪ অর্ধশতক ছাড়ানো ইনিংসের ওপর ভর করে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে ডাচরা। ইংলিশ বোলারদের মধ্যে ডেভিড উইলি সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন। ২৪৫ রান তাড়া করতে নেমে দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্টের উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। এরপর ৮৫ রানেই উপর্যুপরি দুই উইকেট হারায় ইংলিশরা। পল ভ্যান মিকেরেনের বলে অর্ধশত থেকে এক রান দূরে থাকা অবস্থায় বোল্ড হয়ে ফেরেন সল্ট। এবার এরপর ক্রিজে নতুন আসা ডেভিড মালানের স্টাম্প গুঁড়িয়ে ২ বলের বেশি সময় ক্রিজে থাকতে দেননি মিকেরেন। এরপর ডাচদের আর কোনো সুযোগ না দিয়ে ১৯.১ ওভার হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রয় এবং বাটলার। ৮৬ বলে থেকে ১০১ রানে রয় এবং ৬৪ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন দলনেতা বাটলার। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১২২ বলে ১৬৩ রান। এই ম্যাচে জয়ের সুবাদে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে আইসিসি সুপার লিগের শীর্ষে আছে তারা। বিশ্বকাপ সুপার লিগের শীর্ষ দুইয়ে থাকা দুই দলই সমান ১৮টি করে ম্যাচ খেলেছেন। এর মধ্যে উভয় দলই জয় পেয়েছে ১২ ম্যাচ। তবে বাংলাদেশ হেরেছে ছয়টি আর ইংলিশরা হেরেছে মাত্র ৫টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশ ও ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি করা অন্য দল হলো আফগানিস্তান। তারা মাত্র ১২ ম্যাচে ১০ জয়ের সুবাদে সমান ১০০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া আর কোনো দল এখন পর্যন্ত ১০০ পয়েন্টের ঘরে প্রবেশ করতে পারেনি। তবে পয়েন্ট সেঞ্চুরি থেকে খুব কাছেই আছে পাকিস্তান। ১৫ ম্যাচে ৯ জয়ের সুবাদে ৯০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাবর আজমরা। সবচেয়ে বেশি ২১ ম্যাচ খেলে ফেলা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মাত্র আটটি। এখন পর্যন্ত সবচেয়ে কম ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। সব মিলিয়ে খেলেছে মাত্র ৬টি। তবে ৬টিতেই জিতেছে উইলিমসনরা। এছাড়া ১২টি করে ম্যাচ খেলে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী বছরের মে মাসের মধ্যে সব দলকেই খেলতে হবে নির্দিষ্ট ২৪টি ম্যাচ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকেট পাওয়ার বাছাইপর্ব হিসেবে চলছে এই সুপার লিগ। আয়োজক ভারত ছাড়া সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ সাতটি দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকেট। পয়েন্টের হিসাবে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিশ্বকাপ প্রায় নিশ্চিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়