র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

পেট্রোবাংলা ও জালালাবাদের মধ্যে চুক্তি

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট ব্যুরো : বর্তমান সরকারের বিঘোষিত নীতি ও কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন এবং কোম্পানির কর্মকাণ্ডে দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করা হয়েছে।
গত বুধবার ঢাকায় পেট্রোবাংলার বোর্ডরুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে পেট্রোবাংলার পক্ষে চেয়ারম্যান নাজমুল আহসান এবং জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লি. (জেজিটিডিএসএল)-এর পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন স্বাক্ষর করেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক, পেট্রোবাংলার অধীনস্থ অন্যান্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানিগুলোর এপিএ টিমের আহ্বায়করা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়